
বিনোদন ডেস্কঃ
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নতুন নতুন রূপে হাজির হয়ে মুগ্ধতা ছড়ান এই অভিনেত্রী। ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়। সম্প্রতি আবারও নতুন রূপে হাজির হচ্ছেন মেহজাবীন।
‘দ্য সাইলেন্স’ নামের নতুন একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। সিরিজটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ। এরইমধ্যে নিজের ফেসবুক পেজে সিরিজের একটি পোস্টার শেয়ার করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, সৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ জিনিসকে বেশি ভালোবাসে মানুষ।
মেহজাবিন জানান, খুবই অসাধারণ একটি গল্পে নির্মিত হয়েছে সিরিজটি। আমার চরিত্রটিও সুন্দর এবং আকর্ষণীয়। তবে শুধু বলার জন্য নয়, দর্শক যখন ফিল্মটি দেখবেন তখনই বুঝতে পারবেন। আশা করছি সবার ভালো লাগবে সিরিজটি।
জানা গেছে, একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন ভিকি। সৃষ্টির শুরু থেকেই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ রয়েছে। এ কারণেই মূলত দুনিয়ার সৃষ্টি। আর সেই বিষয়টি ফুটিয়ে তোলা হবে সিরিজটিতে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে মেহজাবিন ‘দ্য সাইলেন্স’। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়ে বেশি ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.