
ষ্টাফ রিপোর্টারঃ
চাই সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ,এই শ্লোগানকে ধারণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গত ২৭ জানুয়ারী বিকাল ৩ টায় স্বাধীনতা চত্বর, নরসিংদী পৌরসভার সামনে সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট নরসিংদি জেলা কমিটি।
সমাবেশটিতে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট নরসিংদির জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিঞা, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বাবু রনজিত কুমার সাহা, কল্লোলের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ডাঃ শফিকুল ইসলাম সরকার, অঙ্গিকার সাংস্কৃতিক একাডেমির অধ্যক্ষ ভাস্কর ফণি দাস, উদীচী নরসিংদীর সাধারণ সম্পাদক তপন আচার্য্য, নরসিংদী নাট্যাঙ্গনের সভাপতি আব্দুল মজিদ, মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট, সঞ্চারী শিল্পকলা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক তানভীর আহমেদ শাওন প্রমুখ।
বক্তাগন বলেন বাংলাদেশে আবার সাম্প্রদায়িক শক্তি মাথা চারা দিয়ে উঠেছে,এখন সাংস্কৃতিক আন্দোলনই পারে তাদের পদানত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে। আরো বলেন, এ অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে দেশে একটি স্বার্থান্বেষী, সুবিধাবাদী ও ধর্মান্ধ গোষ্ঠী খুবই তৎপর রয়েছে। যারা সাম্প্রদায়িক চেতনা ও ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ক্ষমতায় যেতে চায় এবং দেশের মানুষকে শোষণ-শাসন করতে চায়।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.