
নিউজ ডেস্কঃ
পঞ্চম শিল্পবিপ্লবে রোবট তৈরি করা হবে মানুষের সহায়তার জন্য। তাই শিল্পবিপ্লবে মানুষের কোনো বিকল্প নেই। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ কথা বলেছেন।
শুক্রবার (২৭ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে ডিজিটাল মেলার দ্বিতীয় দিনে ‘পঞ্চম শিল্পবিপ্লব ও ফাইভ-জি অবকাঠামো: বাংলাদেশের প্রস্তুতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি।
মোবাইল অপারেটর সংগঠন এমটবের মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল আলম, বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান জুয়েল, হুয়াওয়ের চিফ টেকনিক্যাল অফিসার নিকি মা জিয়ান, রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অফিসার শাহেদ আলম এবং ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী।
মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী ভিত্তির ওপর স্মার্ট বাংলাদেশ গড়ব। মানুষের নেতৃত্বের জায়গার ক্ষেত্রে রোবট বা যন্ত্রের ওপর মানুষের সক্ষমতা থাকতে হবে। কেননা রোবট বা যন্ত্র তৈরি হবে মানুষের সহায়তার জন্য।
মূল প্রবন্ধে অধ্যাপক মাহফুজুল ইসলাম বলেন, পঞ্চম শিল্পবিপ্লব হবে মানবিক। এখানে মানুষ ও যন্ত্র মিলেমিশে কাজ করবে এবং মানুষই যন্ত্রকে নিয়ন্ত্রণ করবে।
রবির হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অফিসার শাহেদ আলম বলেন, বর্তমানে ফোর-জি নিয়েই গ্রাহকদের অনেক অভিযোগ আছে। এর সমাধানের জন্য যেখানে নেটওয়ার্কের সংখ্যা বাড়ানো দরকার সেখানে আমাদের আরো কমাতে হচ্ছে। এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, জনগণের ভেতর একটি ভুল ধারণা যে নেটওয়ার্কের রেডিয়েশন আমাদের ক্ষতি করছে। এজন্য অনেক জায়গা থেকে আমাদের টাওয়ার সরিয়ে ফেলতে হচ্ছে। কিন্তু এগুলো আসলে নন-আয়োনাইজড রেডিয়েশন। এটি তেমন ক্ষতিকর নয়। অন্য অতিথিরাও তার এই কথায় একমত পোষণ করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.