সম্পাদক
মোঃ মোবারক হোসেন,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর মনোহরদীতে রেনেসাঁ স্কুল এন্ড কলেজের নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলা অডিটোরিয়ামে রেনেসাঁ স্কুল এন্ড কলেজের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রেনেসাঁ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোল্লা তারেকুজ্জামান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান বীরু, শুভ উদ্বোধন করেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।
রেনেসাঁ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফারুক আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেনাসাঁ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক মোঃ ইমাম হোসেন রিপন। উদ্বোধন শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় মনোহরদী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সোহরাব হোসাইন ভূঁঞা, মনোহরদী উপজেলা নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক সঞ্জন রায়,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে রেনেসাঁ স্কুল এন্ড কলেজের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

