সম্পাদক

স্টাফ রিপোর্টার:

মিঠামইন সদর ইউনিয়নের বড় হাটি হিন্দু পাড়ার মনমোহনী দাস (৭০) কে তার ছেলে ইন্দ্রজিত দাস (৩৫) ভাত খাবারের ঘটনাকে কেন্দ্র করে শনিবার ২৮শে জানুয়ারী দুপুরে মা মনমোহনীকে পরপর দুইবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনার পর প্রতিবেশীরা ইন্দ্রজিতকে পুলিশের হাতে তুলে দেয়। নিহত মনমোহনী মিঠামইন সদর ইউনিয়নের বড়হাটি গ্রামের মৃত লাল মোহনের স্ত্রী। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে প্রেরন করেছেন। জানা যায়, ঘটনার দিন দুপুরে ইন্দ্রজিত তার মায়ের নিকট খাবার চায়, তার মা তখন কাজে যাওয়ার জন্য বাহির হচ্ছিল এ নিয়ে মাও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়, এসময় ছেলে ইন্দ্রজিত ভারী কাটের টুকরো দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে মারা যায়।

প্রতিবেশিরা জানান, ইন্দ্রজিত একজন ভারসাম্যহীন যুবক। সে তার স্ত্রী সন্তানের খোজ খবর ও রাখতে পারেনা। মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।ইন্দ্রজিতকে আটক করা হয়েছে।