
স্টাফ রিপোর্টারঃ
"মাদককে না বলি, মাদকমুক্ত সুন্দর সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে আজ বিকেল সাড়ে তিনটায় ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আরবিএফ ক্রিকেট একাদশ এর আয়োজনে মাদক বিরোধী ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার প্রমুখ।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মোঃ ওয়াদুদ মাতুব্বর বলেন, আজকের যুবকেরা আগামী দিনের ভবিষ্যত। তাই মাদক ছেড়ে খেলাধুলায় যুবকদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, এলাকা থেকে সংঘর্ষ-মারামারী বন্ধ করতে হবে। তাহলেই আমরা সুন্দর একটি সমাজ গড়ে তুলতে পারবো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.