
বিনোদন ডেস্কঃ
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীকে লড়ছেন হিরো আলম। আপাতত ভোটের প্রচারে নির্বাচনি এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। তার প্রচারণায় যোগ দিয়েছিলেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন।
তিনি বলেন, হিরো আলম আমার খুব স্নেহের ছোট ভাই। সে আমাকে বলল, আপু আমি তো ইলেকশন করছি আপনি একটু এসে আমাকে দোয়া দিয়ে যান। তাই ওকে দোয়া দিতে আসলাম।
হিরো আলমের উদ্দেশে মুনমুন বলেন, তুমি চেষ্টা করেছিলে সারা বাংলাদেশে হিরো আলম হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশের বেশির ভাগ মানুষ এখন তোমাকে চিনে। তুমি যে যুদ্ধেই নেমেছো, একেকটা করে জয়লাভ করেছো। যেহেতু তুমি সাহস করে নির্বাচনে দাঁড়িয়েছো, আশা করি এখানেও সফল হবে।
তিনি যোগ করেন, হিরো আলম একদম রুট লেভেল থেকে উঠে এসেছে। তাই সেই শ্রেণীর মানুষের যে চাওয়া পাওয়া, হিরো আলম আমাদের চেয়ে সেটা ভালো জানে। তাই আমার চাওয়া, হিরো আলম যে এলাকা থেকে নেতৃত্ব দিতে চাচ্ছে, সে সেখানে সফল হবে। সে খুব বুদ্ধিমান ছেলে। সে হয়তো মানুষের অন্তরের কথা বুঝে। সে অনেক দূর যেতে পারবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.