
নিউজ ডেস্কঃ
শীতজনিত রোগে ৭২ দিনে সারাদেশে ৯৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন মোট ৬৮ হাজার ২৪৮ জন।
শুক্রবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৪ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬৬ হাজার ৮২১ জন। এরমধ্যে মারা গেছেন ৯২ জন।
এ ছাড়া একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। এরমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.