ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

শিমুলতলা নোয়াগাঁও প্রিমিয়ার লীগ(২০২৩) এ চ্যাম্পিয়ন ইলিভেন স্টার আজ দুপুর ২ ঘটিকায় টসে জয় লাভ করে ব্যাটিংয়ে নামে ১৯ ওভারে অলআউট হয়ে ১০৩ রান সংগ্রহ করে কিং স্টার। জবাবে অধিনায়ক রাজু আহমদের নেতৃত্বে ১০৪ রানের টার্গেটে মাঠে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৬ রান করে ৬ উইকেটের বিশাল ব্যবধানে চ্যাম্পিয়নশীপ অর্জন করে ইলিভেন স্টার। দলের অন্যান্য খেলোয়াড় হলেন আমির হোসাইন,যাবুর,তোফাজ্জ্বল,ফয়সাল,মাজিদ,মাসুম,আল-আমীন,মুন্না,ময়নুল,পাভেল,মুযাম্মিল,তাহির,তুহিন,হুমাঈদ। রানার্সআপ কিং স্টার দলের অধিনায়ক মাহবুব, ইয়ামিন,হাছান,মুযাম্মিল,তায়েফ, ওয়াসীম আকরাম,ইলিয়াছ,হোসাইন,ইউসুফ আলী,শাহান.মহিম,নিশাত,তায়েফ ,রিফাত,নাঈম।

পুরষ্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন সায়েদ, আবু সুফিয়ান,রুবেল মিয়া, আব্দুল মুকিত, রফিক,রহিম আলী, সাব্বির, ইয়াফিজুর, তোফায়েল প্রমুখ।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল-মামুন,জুয়েল এবং আব্দুল অদুদ।

উক্ত টুর্নামেন্টে ম্যাব অব দ্যা সিরিজ অর্জন করেন মুজাম্মিল, সর্বোচ্চ উইকেট সংগ্রহ করেন তোফাজ্জ্বল, ফাইনাল ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন মাজিদুর রহমান।