
স্টাফ রিপোর্টারঃ
পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও আই এস এফ এর বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী র মুক্তির দাবিতে আন্দোলন শুরু করেছেন পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় মহিলারা। গত কয়েকদিন আগে কলকাতার রাজপথে আই এস এফ এর প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কর্মীদের ডাক দেওয়া হয় কলকাতায় আমার জন্য। কিন্তু তার সভায় উপস্থিত হবার জন্য পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় থেকে যখন সাধারণ মানুষের ঢল কলকাতায় আসছিল, ঠিক সেই সময় পীরজাদা নওশাদ সিদ্দিকী র বিধান সভা এলাকায় ভাঙড়ে পথ আঠকে আই এস এফ নেতা কর্মীদের কলকাতায় আসতে বাধা সৃষ্টি করে। ঘটনার খবর পাওয়া মাত্র আই এস এফ নেতা ও বিধায়ক এবং পশ্চিম বাংলার ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী ছুটে যান। এবং সব বাধা অতিক্রম করে তিনি তার কর্মীদের কলকাতায় আসতে সাহায্য করেন। এবং কলকাতায় অবস্থিত এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাষণ দিতে গিয়ে তৃনমূল দলের নেতা ও কর্মীদের মোস্তানি ও গুন্ডামি তুলে ধরেন এবং বর্তমান সরকার তার নেতা কর্মীদের উপর শাসক দলের অত্যাচার ও পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর পুলিশ বাহিনী যে ধরনের অত্যাচার করছে তা তুলে ধরেন। এবং তার দলের নেতা ও কর্মীদের উপর অত্যাচারের বিরুদ্ধে ক্ষমতাশীল দল করতে পারে তার জন্য তিনি প্রতিটি নেতা ও কর্মীদের নিয়ে কলকাতার রাজপথে অবরোধ করেন। শুরু হয় পুলিশের সাথে নেতা ও কর্মীদের ধস্তাধস্তি ও তার পর পুলিশ ফুরফুরা শরীফের পীরজাদা ও পশ্চিম বাংলার বিধান সভার সদস্য এবং আই এস এফ নেতা নওশাদ সিদ্দিকী কে গ্রেপ্তার করে। এবং এগারো দিনের পুলিশ হেফাজতে রাখার নিদের্শ দেয় কোর্ট। তার পর থেকে ফুরফুরা শরীফের পীরজাদারা ও পীর সাহেবরা আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা পশ্চিম বাংলায়। আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের বিভিন্ন যায়গায় মহিলারা নওশাদ সিদ্দিকী র মুক্তি র দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। এবং আগামী ১,লা, ফ্রেব্রুয়ারি যদি নওশাদ সিদ্দিকী র জামিন মঞ্জুর না করেন তাহলে আগামী দিনে পশ্চিম বাংলার মাটিতে বৃহত্তম আন্দোলন শুরু করার হুশিয়ারি দেন পশ্চিম বাংলার ফুরফুরা শরীফের পীরজাদারা।।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.