
স্টাফ রিপোর্টারঃ
এখনই কাজ শুরু করি কুষ্ঠ রোগ নির্মূল করি এই স্লোগানের মধ্য দিয়ে ফরিদপুরে পালন করা হলো বিশ্ব কুষ্ঠ দিবস।
এ উপলক্ষে ফরিদপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি রেলি শহর প্রদক্ষিণ করে। এরপর ফরিদপুর সদর হাসপাতালে তিনতলায় কুষ্ঠ দিবস উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
ফরিদপুরে সিভিল সার্জন ডাক্তার মোঃ ছিদ্দীকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার শাহিনুজ্জামান ৃমধা জুনিয়র কনসালটেন্ট বক্ষব্যাধী ও প্রকল্প পরিচালক শেখ মইনুদ্দিন।
সবাই বক্তারা কুষ্ঠ রোগ নির্মূলে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। এছাড়া কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের পরামর্শ মেনে চলার আহ্বান জানান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.