
বিনোদন ডেস্কঃ
বিশ্ব মন্দায় ডলার সংকটে এলসি (লেটার অব ক্রেডিট) জটিলতায় অস্বাভাবিকভাবে কমেছে লালমনিরহাটের বুড়িমারী বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য। এতে বন্দরের রাজস্ব কমে যাওয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়ছেন অনেক শ্রমিক। বন্দর কর্তৃপক্ষের আশা, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।
ডলার সংকটের কারণে গত কয়েকমাস ধরেই পণ্যের এলসি খুলতে পারছেন না আমদানিকারকরা। এতে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসা-বাণিজ্য কমতে শুরু করেছে।
গত পাঁচ মাস আগেও যেখানে ৫০০ থেকে সাড়ে ৫০০ ট্রাক আসত, এখন তা দাঁড়িয়েছে তিন থেকে সাড়ে তিনশ’তে। এতে কর্মহীন হয়ে পড়ছেন শ্রমিকরাও।
তারা জানান, ডলার সংকটের কারণে গাড়ি কম আসছে। এতে আয় আগের থেকে অনেক কমে গেছে।
তবে বন্দর কর্তৃপক্ষ জানায়, বিশ্বে চলমান ডলার সংকটের এই প্রভাব কেটে গেলে আবারও পুরোদমে চালু হবে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম।
বুড়িমারী স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার বলেন, আগে প্রায় ৬০০ ট্রাক পণ্য আমদানি হলেও এ বছর গড়ে ৪০০ ট্রাক আসছে। তবে এ সংকট বেশিদিন থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
২০২১-২২ অর্থবছরে বুড়িমারী স্থলবন্দর থেকে ১৩৭ কোটি ৮৩ লাখ টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এনবিআর। তবে আয় হয় ৯১ কোটি ৯২ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪৫ কোটি ৯১ লাখ টাকা কম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.