
স্টাফ রিপোর্টারঃ
ব্র্যাকের চেয়ারপার্সন তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড.হোসেন জিল্লুর রহমান , ব্র্যাক সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয় পরিদর্শন কালে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং প্রধান অতিথি হিসেবে কর্মীদের সাথে চলমান কর্মসূচি নিয়ে এক মত বিনিময়নসভা করেন।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরের শিরাজী সড়কস্থ পৌর মেয়রের বাসভবনস্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে উক্ত
মত বিনিময়সভার সভাপতিত্ব করেন, ব্র্যাক জেলা সমন্বয়কারি মোঃ রইস উদ্দিন।
এসময়ে সিরাজগঞ্জ ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মোঃ আজাদ রহমান, দাবি আঞ্চলিক ব্যবস্থাপক সত্যন্দ্রনাথ, মোঃ আবুল কালাম, মোঃ খালেকুজ্জামান( জেজিড), ইউপিজি মোঃমাসুদ রানা, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার শাহজাহান আলী, এসোসিয়েট অফিসার মোঃ মাসুদ রানা সহ অন্যান্য কর্মসূচি প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.