
স্টাফ রিপোর্টার:
রওশন ট্রাইকো জৈব সার নামে এক কৃষি পন্য উৎপাদনকারী কোম্পানি অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে উৎপাদন ও মোড়কজাত করে বাজারে বিক্রির অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলার আমতলী বাজার এলাকায় অবস্থিত কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার হাবিবা আক্তার, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার অরুন কুমার রায়সহ খানসামা থানা পুলিশের সদস্যবৃন্দ।
অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অবৈধ ভাবে সার তৈরি ও প্যাকেটজাত করায় ২০ হাজার টাকা জরিমানা করি এবং কারখানা থেকে ২৯ বস্তা সার জব্দ করি।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ হাসান বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা করি এবং অনুমোদন না নেওয়া পর্যন্ত কারখানা বন্ধের নির্দেশ দেই। আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশন: অনুমোদনবিহীন সার তৈরি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে জরিমানা ও কারখানা বন্ধের নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফ হাসান। ছবিটি দিনাজপুরের খানসামার আমতলী বাজার থেকে তোলা
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.