ওমর ফারুক
স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলার রাজনগরে ঊষা কে, জি স্কুল তেলিজুরী এর শিশু বরণ অনুষ্ঠান (২০২৩) সম্পুর্ন হয়েছে।
অদ্য মঙ্গলবার ৩১ জানুয়ারী ঊষা কে, জি স্কুলের (২০২৩) শিক্ষাবর্ষের ভর্তি কৃত ছাত্র ছাত্রীদের বরণ করে নিতে ঊষা কে, জি স্কুল তেলিজুরীর পক্ষ থেকে এক শিশু বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত শিশু বরণ অনুষ্ঠানে ঊষা কে, জি স্কুলের সহকারী প্রধান শিক্ষক হেলাল বকস ও সহকারী শিক্ষিকা সুমাইয়া সোনিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ মোঃ নেয়ামত উল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মাহমুদ হাসান, ও কাজী নাদিমুল হক, এছাড়াও বক্তব্য রাখেন ঊষা কে,জি স্কুলের প্রধান শিক্ষক মোস্তফা বকস্ সহ প্রধান শিক্ষক হেলাল বকস্, আর ডি আর এস বাংলাদেশ এর রাজনগর উপজেলা সুপারভাইজার রিপন চন্দ্র দাস, এসময় উপস্থিত ছিলেন, ঊষা কে জি স্কুলের সহ শিক্ষক ভবতুষ আাচার্য্য, সহ শিক্ষিকা মরিয়ম আক্তার,সুমনা আক্তার, জেবিন আক্তার, এবং অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মনসুর আহমেদ, জামিউল ইসলাম কাওসার, সুলতানা বেগম, নাজমা বেগম,আহমদ মিয়া, সুহেল আহমেদ, আর ডি আর এস বাংলাদেশের এডুকেশন ফেসিলেটর সুবেনা আক্তার সহ সকল অভিভাবক ও স্কুলের ছাত্র ছাত্রী বৃন্দ,
অনুষ্ঠানে আলোচনা সভার পর আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

