
নিজস্ব প্রতিবেদকঃ
কাল থেকেই পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের আদেশে কার্যকর শুরু আগামী ১ ফেব্রুয়ারি থেকে। মঙ্গলবার (৩১ জানুয়ারি)২০২৩ ই তারিখে এমন সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করেছে।
নতুন মূল্য অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ব্যবহারকারীর জন্য ৫ শতাংশ এবং এ ছাড়া পাইকারি পর্যায়ে ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। র্দীঘ ১৪ বছরে ১২ বারের মতো গ্রাহক পর্যায়ে বাড়লো বিদ্যুতের দাম। এছাড়া ১৪ বছরে এটি ছিল ১১ দফায় পাইকারি মূল্যবৃদ্ধি।
খুচরা বিদ্যুতের ক্ষেত্রে ৫০ ইউনিট পর্যন্ত আগে ছিলো ৩ টাকা ৯৪ পয়সা বর্তমানে ৪ টাকা ১৪ পয়সা করা হয়েছে। সাধারণ গ্রাহকের ক্ষেত্রে আগে ছিলো ৪ টাকা ৪০ পয়সা বর্তমানে বারিয়ে ৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত আগে ছিলো ৬ টাকা ১ পয়সা থেকে বর্তমানে বারিয়ে ৬ টাকা ৩১ পয়সা।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত আগে ছিলো ৬ টাকা ৩০ পয়সা বর্তমানে ৬ টাকা ৯৯ পয়সা করা হয়েছে। ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত আগে ছিলো ৬ টাকা ৩৪ পয়সা বর্তমানে বারিয়ে ৬ টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত আগে ছিলো ১০ টাকা ৪৪ পয়সা বর্তমানে ২০ টাকা ৯৬ পয়সা।
এ ছাড়া শেষ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে আগে ছিলো ১২ টাকা ৩ পয়সা বর্তমানে ১২ টাকা ৩৬ পয়সা করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে নির্বাহী আদেশে বাড়ানো হলো বিদ্যুতের দাম।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.