
স্টাফ রিপোর্টারঃ
খুলনার পাইকগাছায় কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজ জীবনের গুরুত্বের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সমাজকল্যান মন্ত্রনালয়ের সহয়োগিতায় ও ইউনিসেফ কর্তৃক আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। সভায় স্থানীয় ক্যাম্প পুলিশের আইসি ইমরান হোসেন, ইউপি সদস্য সম ছইলুদ্দীন, আঃ হামিদ,পিযুষ কান্তি দাশ,আবুল হাসেম,মফিজুল ইসলাম,ইলিয়াস মোড়ল,মফিজুল ইসলাম,সাইফুল ইসলাম,মনছুর সরদার, পরিষদ সচিব সন্দিপ ঘোষ, সোনিয়া, তাপস ঘোষ সহ শিক্ষক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেনী পেষার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.