ওমর ফারুক

স্টাফ রিপোর্টারঃ

ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদীর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন- ২০২৩ অনুষ্ঠিত

অদ্য বুধবার (১ ফেব্রুয়ারি, ২০২৩খ্রিঃ) ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদীর প্রাঙ্গণে উক্ত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।

পুলিশ সুপার, নরসিংদী তরুণদেরকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম শক্তি বলে উল্লেখ করেন। তাদের অগ্রযাত্রা হবে আলোর পথে, জ্ঞানের পথে, সুন্দরের সাথে- সেই প্রত্যাশা ব্যক্ত করেন। তাছাড়া তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন; তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর নতুনকে জানার আগ্রহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে আপ্লুত করে।

পরবর্তীতে পুলিশ সুপার কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, অধ্যক্ষ, ন্যাশনাল কলেজ অব এডুকেশন, নরসিংদী।