
স্টাফ রিপোর্টারঃ
ছাত্রলীগের উদ্যোগে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচে প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় এমপি এমন অনুষ্ঠানের আয়োজন করার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানান
মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার 'উদমাড়া উচ্চ বিদ্যালয়' মাঠে উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক 'হাওলাদার মোহাম্মদ সুমনে'র উদ্বেগে আয়োজিত শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর গ্রেড ফাইনাল ম্যাচ ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এডভোকেট 'নূর উদ্দিন চৌধুরী নয়ন'। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব 'অধ্যক্ষ মামুনুর রশিদ'।
রায়পুর পৌরসভার মেয়র জনাব 'গিয়াস উদ্দিন রুবেল বাট'।
জনাব 'শিপন ভড়ুয়া' অফিসার ইনচার্জ রায়পুর থানা।
উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছাত্রনেতা 'পাপেল মাহমুদ' সহ জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত বক্তারা ছাত্রলীগের এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন তারা বলেন যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দুরে রাখতে খেলা ধুলার কোন বিকল্প নেই। তাই সবাইকে খেলাধুলায় মনোনিবেশ করার আহবান জানান।
পড়ে অথীতিরা বিজয়ী দলের মাজে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিতদের মাঝে রানার্সআপ ট্রফি তুলে দেন।
প্রায় মাসব্যাপি এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছিলেন দুই দল তারা হচ্ছেন,,
রায়পুর কিশোর স্পোর্টস ও হায়দার গন্জ সিকদার ট্রেডার্স।
এতে জয় লাভ করেন রায়পুর কিশোর স্পোর্টস।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.