
স্টাফ রিপোর্টার:
গত ২৯ শে জানুয়ারি ২০২৩ ইং তারিখে ভৈরব উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়নের 7 8 আট 9 নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল । তখন কালিকা প্রসাদ ইউনিয়নের সাত আট এবং নয় নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সম্মেলন কে কেন্দ্র করে আল-আমিন সৈকতের পছন্দের প্রার্থী নির্বাচিত না হওয়ায় আল-আমিন সৈকতের নেতৃত্বে সম্মেলন স্থলে একদল সন্ত্রাসী বাহিনী কে নিয়ে ভৈরব উপজেলা যুবলীগের ওপর হামলা চালায়। এবং সম্মেলন স্থল ভাঙচুর করে। তারপর ভৈরব উপজেলা পরিষদের প্রয়াত সাবেক চেয়ারম্যান হাজী কালু মিয়ার ছেলে কালিকা প্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ লিটনের ব্যবসা প্রতিষ্ঠান ভৈরব বাজারে গিয়ে সন্ত্রাসী বাহিনীর আলামিন সৈকতের নেতৃত্বে লুটপাট এবং ভাঙচুর চালায়। ভৈরব পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতের এই অযৌক্তিক নিন্দিত বেহায়াপনা সন্ত্রাসী কর্মকাণ্ডের উপর কালিকা প্রসাদ ইউনিয়নের সাধারণ জনগণ তীব্র প্রতিবাদ জানায় এবং তার পদ থেকে বহিষ্কারের সহ বিচারের দাবি জানান। তার ই পরিপ্রেক্ষিতে ভৈরব উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ আল আমিন সৈকতের এই নিন্দিত অপকর্ম সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তীব্র নিন্দা ঘোষণা করে যথাযথ ও সময়পযোগী সিদ্ধান্তের জন্য এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আলামিন সৈকত কে ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার ঘোষণা করেন।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.