সম্পাদক

ইমন ছিদ্দিকী, নিজস্ব প্রতিবেদকঃ

মাধবদীতে কাঁঠালিয়া ইউনিয়নের খড়িয়া মধ্যে পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মুরগি ব্যবসায়ী মোঃ ইলিয়াস মিয়া কে পিটিয়ে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত (৩১ জানুয়ারী) মঙ্গলবার সকল ১১ টা সময় খড়িয়া মধ্যপাড়া আলাউদ্দিন ভূইয়ার বাড়ির মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীর পিতা নূর মোহাম্মদ জানান,আমার ছেলে ইলিয়াস ব্রয়লার মুরগি বিক্রি করে পাইকারি। ঘটনার দিনও সে পূর্বের মতো মুরগি বিক্রি করে নগদ টাকা নিয়ে আসার সময় পরিকল্পিত ভাবে আমার ছেলের পথরোধ করে তারপর তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে,অচেতন করে টাকা ছিনতাই করে পালিয়ে যায় খড়িয়া মধ্যপাড়া গ্রামের নইধর আলীর ছেলে মাদক,ইয়াবা ব্যবসায়ী মোঃ জুয়েল (২৪)।

এবং আমার ছেলে ইলিয়াস এর গায়ে থাকা জ্যাকেট থেকে মুরগি বিক্রির (এক লক্ষ দশ হাজার টাকা) ছিনিয়ে নেয় ইয়াবা ব্যবসায়ী জুয়েল। আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয় লোকজন তাকে আড়াইহাজার সরকারি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ কে টাকা ছিনতাই ও মারধর এর ঘটনার সত্যতা যাচাইয়ের ব্যাপারটি জানতে চাইলে ওনি বলেন ঘটনাটি অবশ্যই সত্যি এবং সঠিক। মুরগি ব্যবসায়ী ইলিয়াস এর সাথে সব সময় নগদ অর্থ থাকে। আর নইধর আলীর ছেলে জুয়েল ও মাদক ও ইয়াবা ব্যবসা সহ সমাজিক সকল অপকর্মের সাথে জড়িত। আমরা আইনের মাধ্যমে এই ছেলের সঠিক বিচার চাই।

এ ঘটনায় মোঃ ইলিয়াছ মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে মাধবদী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ রাকিবুজ্জামান বলেন,হামলা ও টাকা লুটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।