
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাজীর চওড়া স্কুল মাঠে এথলেটিক্স প্রতিযোগীতাকে কেন্দ্রকরে দুইদল ছাত্রদের মধ্যে সংর্ঘর্ষ হয়,এতে শাহারিয়ার খন্দকার সিক্ত ১৫) ও আকিব খন্দকার (১৯) দুইজন আহত হয়, আহতদের চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষ দর্শীরা জানায়,মঙ্গলবার (৩১জানুয়ারি) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্র নগর ইউনিয়নের কাজীর চওড়া স্কুল মাঠে, ইউনিয়ন ভিত্তিক শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা পর্যায় এথলেটিক্স প্রতিযোগীতার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।মহেন্দ্রনগর,বড়বাড়ি ও হারাটি ইউনিয়নের ছাত্র ছাত্রী এতে অংশগ্রহন করে।২০০ মিটার দৌড় প্রতিযোগীতায় কাজীর চওড়া স্কুলের এক ছাত্র কিসমত হারাটি বি এল স্কুলের দশম শ্রেনীর ছাত্র শাহরিয়ার খন্দকার সিক্তকে গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়।এতে শাহারিয়ার খন্দকার সিক্তের সাথে ঐ ছাত্রের বাকবিতান্ডা হয়,এক পর্যায়ে কাজীর চওড়া স্কুলের প্রধান শিক্ষকের পুত্র জনি বিশ ত্রিশজনের একটি গ্রুপ নিয়ে এসে শাহারিয়ার খন্দকার সিক্ত কে বেদম প্রহার করে।
খবর পেয় হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল খন্দকারের ছেলে আকিব খন্দকার ঘটনা স্থলে এসে বিষয়টি মিমাংসার পক্রিয়া শুরু করেন, এসময় কিসমত হারাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃহাকিম ও অপর এক শিক্ষক উস্কানি দিলে,পুনরায় দুইদল ছাত্রদের মধ্যে হাতাহাতি হয়,প্রধান শিক্ষক আঃহাকিমের উপস্থিতিতে তার ছেলে জনি,ছালাম চকিদারের পুত্র নবাব ও তার সঙ্গে থাকা বহিরাগতরা মাঠের বাঁশ দিয়ে কিসমত হারাটি বিএল উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা করে মারধর করে। এসময় কিসমত হারাটি বিএল উচ্চ বিদ্যালয়ের ছাত্র শাহারিয়ার সিক্ত ও আকিব খন্দকার মারাত্মক ভাবে আহত হন।
আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য,সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন খবর পেয়ে আহত ছাত্রদের দেখতে সদর হাসপাতালে আসেন।
লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কে মুঠোফোনে চেষ্টা করে পাওয়া না গেলে সদর উপজেলার চেয়ারম্যান কামরুজ্জামান সুজনের সাথে যোগাযোগ করা হয়, তিনি জানান শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এথলেটিক্স প্রতিযোগীতার ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্বে হাতাহাতির ঘটনার কথা শুনেছি,তদন্ত করে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে,এতে কোন শিক্ষক জড়িত থাকলে ব্যাবস্থা নেওয়া হবে।
হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল খন্দকার রানা জানান,স্কুলের কোমলমতি ছাত্রদের উপর কাজীর চওরা স্কুলের প্রধান শিক্ষক আঃ হাকিমের পুত্র জনি সহ বহিরাগতরা যেভাবে হামলা করেছে তা ন্যাক্কার জনক,আমার ছেলে বিষয়টি মিমাংসার জন্য গেলে প্রধান শিক্ষকের উপস্থিতিতে তার ছেলে জনি আমার ছেলের উপর হামলা করে, এই ঘটনায় আইনগত ব্যাবস্থার পক্রিয়া চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.