
স্টাফ রিপোর্টারঃ
যশোর র্যাব -৬, গতকাল ২ জানুয়ারি ২০২৩ ইং রোজ বৃহস্পতিবার যশোর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বন্ধন এক্সপ্রেস ট্রেনটির ৯০ থেকে ৯৫ শতাংশ যাত্রী এখন লাগেজ পার্টি নামধারী চোরাকারবারী ও পাসপোর্ট-ভিসার মাধ্যমে ভারত ও বাংলাদেশ চোরাকারবারী সিন্ডিকেট ট্রেনটি দখল করে নিয়ে প্রতিদিন ট্রেনে চোরাকারবারীরা ভারতীয় মালামাল রাজস্ব ফাঁকি দিয়ে বাংলাদেশে পাচার করে আসছে। এসব মালামালের মধ্যে রয়েছে শাড়ি, থ্রি-পিছ, কম্বল, কসমেটিক্স, শাল সোয়েটার সহ বিভিন্ন পণ্য। এসব পণ্যের ভিতরে আবার কৌশলে আসছে মাদকদ্রব্য।
র্যাব-৬, যশোর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এর ধারাবাহিকতায় কলকাতা হইতে খুলনা গামী বন্ধন এক্সপ্রেস ট্রেনে অবৈধ ভাবে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন মালামাল চোরাকারবারীরা আমদানি করছে।এমন সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল আনুমানিক ১০.০০ ঘটিকার সময় উক্ত ট্রেনে অভিযান পরিচালনা করে অবৈধ ২০ টি বিদেশী মদ সহ সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি করা ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করে।ফলে ০১ দিনে সরকারের প্রায় অর্ধকোটি টাকার চোরাচালানকৃত মালামাল ও রাজস্ব আদায় করেন।
যশোর র্যাব-৬, এর ক্যাম্পের অধিনায়ক লে: কর্নেল কমান্ডার এম নাজিউর রহমান জানান, জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমসে হস্তান্তর করা হয়। তিনি আরোও জানান,চোরাকারবারীরা ও দালালচক্ররা অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ষ্টেশন এলাকা থেকে ন্দ্রত পালিয়ে যায়। উক্ত অভিযানের ফলে সরকারী রাজস্ব ফাঁকি বন্ধ সহ বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাধারণের হয়রানি দূর হবে এবং সাধারণ জনগণ স্বস্তি পাবে।চোরাকারবারীদের গ্রেফতার সহ সরকারী রাজস্ব ফাঁকি বন্ধে এবং বন্ধন এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাধারণের হয়রানি দূর করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.