
স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার ইসলামিয়া মার্কেট (নতুন বাজার) রাত আনুমানিক ১টা ৩০ মিনিট এ আগুন লাগে।
গভীর রাতে ইসলামিয়া মার্কেট (নতুন বাজার) আগুনে পুড়ে গেছে দুইটি দোকান।
এতে করে ফজরুল হক (রতন) নামে একজনের পেট্রোল ও ডিজেল এর দোকান, ও অপরজন গোলাম নবীর সাইকেল,রিক্সার টায়ার এর দোকান পুড়ে যায়,
তবে আগুন লাগার কোন কারণ জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান রাত প্রায় ১টা থেকে ১টা ৩০ মিনিট এর দিকে হঠাৎ করে আগুন দেখত পায় তারা, পরে খবর পেয়ে ছুটে আসে স্থানীয়রা।
খবর পেয়ে দূত ফায়ারসার্ভিসের
দুইটি ইউনিট চলে আসে ঘটনাস্থলে, এর পর দু-ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
পুড়ে যাওয়া মালামাল এর ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭লক্ষ টাকা বলে জানান দোকান মালিকরা।
স্থানীয়দের অভিযোগ যথেষ্ট পাহারাদার না থাকায় প্রায়ই এই বাজারে এধরনের দূর্ঘটনার সম্মুখীন হতে হয় দোকানদারদের ।
তাই অতিদ্রুতই প্রশাসনের এ বিষয়ে ব্যাবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান এলাকাবাসী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.