
বিনোদন ডেস্কঃ
নাটকের শুটিং করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ অভিনেত্রী শারমিন আঁখির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
এ ব্যাপারে বার্ন ইনস্টিটিউটের সমম্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, পুড়ে যাওয়া ক্ষতি এখনও শুকায়নি। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে তার তিনি জ্বরে আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে শ্বাসকষ্ট রয়েছে। সবশেষ তার অবস্থা অবনতি হয়েছে।
এদিকে, আঁখির স্বামী নির্মাতা রাহাত কবির বলেন, বৃহস্পতিবার ভোরে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসকরা ঝুঁকি এড়াতে হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
এর আগে চিকিৎসকরা জানান, আঁখির দুই হাত, পা, মুখমণ্ডল, মাথার একপাশ এবং শ্বাসনালিসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাকে সব ধরণের চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৮ জানুয়ারি দুপুর ২টার দিকে মিরপুরের একটি শুটিং হাউজে মেকআপ রুমে বিস্ফোরণে দগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.