
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।
নিজের দেওয়া জনগণের কাছে প্রতিশ্রুতি রাখলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের নেতা ও সাবেক মগরাহাট পশ্চিমের সভাধিপতি সব্যসাচী গায়েন। তিনি কয়েক দিন আগে মগরাহাট পশ্চিমের অন্তর্গত রঙ্গীলাবাদ গ্রাম পঞ্চায়েতের ১০১,নম্বার, বুথে দলীয় মিটিং করতে গিয়ে কৃষকদের জলের সমস্যা কথা শুনতে পান। তিনি যখন মগরাহাট পশ্চিমের উস্হি ১,নম্বার, ব্লকের সভাধিপতি ছিলেন তখন তিনি কয়েক হাজার মানুষের সুবিধার জন্য বহু দূরে খাল থেকে খাল খনন করে জল এনে বরো ও আমন এবং সবুজ ফসল উৎপাদন করার জন্য খালটি কাটেন। এর ফলে কয়েক হাজার কৃষক পরিবার উপকৃত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে খাল না কাটার ফলে খাল টি বুজতে শুরু করে। এবং রাজনৈতিক টানাপোড়েন ফলে রঙ্গীলাবাদ গ্রাম পঞ্চায়েত ৯৫,নাম্বার, বুথের খাল টি যাতে আবার জল সরবরাহ করা হয় তার জন্য মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা সব্যসাচী গায়েন কে অনুরোধ করেন। তিনি এলাকার মানুষের কথা চিন্তা করে তাড়াতাড়ি জল সরবরাহ করার জন্য নিজের চেষ্টায় এই বৃহত্তম খাল টি পুনরায় কাটার জন্য সবধরনের ব্যাবস্থা করেন। এই তিনি এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে চা চক্রের মাধ্যমে খাল কাটার কাজ পূনরায় শুরু করে দেন। যার ফলে এই এলাকার কয়েক হাজার মানুষের সুবিধা হবে সবুজ ফসল উৎপাদন করতে।জনসাধারণের সাথে যোগাযোগ রক্ষা করে এলাকার উন্নয়ন করার লক্ষ্যে এগিয়ে চলছে মগরাহাট পশ্চিমের তৃনমূল দলের অন্যতম নেতা ও মগরাহাট পশ্চিমের সাবেক সভাধিপতি সব্যসাচী গায়েন।।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.