
স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের নবাবগঞ্জে বাবা মায়ের সঙ্গে ঘুরতে এসে পিকনিকে বাসের চাপায় তাহমিন রহমান (৪) নামের এক শিশু নিহত হয়েছে।শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে আফতাবগঞ্জ -স্বপ্নপূ রী সড়কের ইসলাম নামকস্থনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাহমিদ খানসামা উপজেলা তহিদুল ইসলামের ছেলে।
আফতাবগঞ্জ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মশিউর রহমান বলেন, শনিবার সকালে বাবা, মায়ের সঙ্গে মোটরসাইকেলে করে স্বপ্নপূরীতে ঘুরতে যাচ্ছিল। মোটরসাইকেলটি ইসলামপুর এলাকায় আসলে রাস্তার বালুতে পাসকেটে পড়ে যায়। এসময় বীরগঞ্জ পৌর উচ্চবিদ্যালয়ের একটি পিকনিক বাস শিশু তাহমিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এ ব্যপারে আফতাবগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.