
স্টাফ রিপোর্টারঃ
আগামী পঞ্চায়েত ও ২০২৪,শে, লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলার মাটি থেকে তৃনমূল দলের সরকার কে উৎখাত করতে আহবান জানালেন বিজেপি নেতা এবং পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। তিনি সম্প্রতি পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও আই এস এফ নেতা পীরজাদারা নওশাদ সিদ্দিকী র গ্রেপ্তার নিয়ে তিব্র নিন্দা করেন। এবং তিনি পশ্চিম বাংলার সমস্ত বিরোধী দল ও হিন্দু এবং মুসলিম মিলিত হয়ে তৃনমূল দলের বিদায় ঘন্টা বাজাবার কথা ঘোষণা করেন। কিছুদিন আগে পশ্চিম বাংলার আই এস এফ নেতা পীরজাদারা নওশাদ সিদ্দিকী র একটি দলীয় সভা ছিল কলকাতায়। সেই সভায় পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় থেকে আগত আই এস এফ নেতা ও কর্মীদের কে কলকাতায় আসার পথে বাধা দেয় তৃনমূল দলের নেতা ও কর্মীরা। সেই সব নেতা ও তৃনমূল দলের কর্মীদের সাহায্য করতে যান পুলিশ। এই খবর পেয়ে ছুটে আসেন ফুরফুরা শরীফের পীরজাদারা নওশাদ সিদ্দিকী। তিনি তার দলের নেতা ও কর্মীদের নিয়ে প্রতিবাদ করেন। এবং তাদের কে নিয়ে কলকাতায় বসে পড়েন। তাদেরকে তুলতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস ছুড়তে থাকে। ঘটনার স্থান থেকে পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও আই এস এফ নেতা পীরজাদারা নওশাদ সিদ্দিকী কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। বর্তমানে তিনি ১৪,দিনের, পুলিশ হেফাজতে রয়েছে। এর মধ্যে পশ্চিম বাংলার বিজেপি নেতা ও পশ্চিম বাংলার বিধান সভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আহবান জানালেন যে আগামী নির্বাচনে পঞ্চায়েত ও ২০২৪,সালে, পশ্চিম বাংলার মাটি থেকে তৃনমূল দলের সরকার ও তৃনমূল দল কে মুছে ফেলতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের একজোট বাধার জন্য বলেন। তবে যদি এই সমীকরণ বাস্তবায়নে রূপ নেয় তাহলে আগামী দিনে পশ্চিম বাংলার মাটি থেকে তৃনমূল দলের বড় ক্ষতিগ্রস্ত হবে এটি বলার অপেক্ষা করে না।।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.