
স্টাফ রিপোর্টারঃ
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাট জেলার বুড়িমারি স্থল বন্দরে ফেডারেশন শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় আজ,শ্রমিকদের বিক্ষোভের কারনে স্থল বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
বন্দরের লোড আনলোড শ্রমিক ফেডারেশন নেতাদের বিরুদ্ধে সংগঠনের তহবিল লুটপাটের অভিযোগ সহ ০৬ দফা দাবী আদায়ে বিক্ষোভ মিছিল করেন,বিক্ষোভ থেকে সংগঠনের সাধারন নির্বাচন দাবী করেন তারা।
শনিবার (০৪ফেব্রুয়ারী)লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারি স্থল বন্দরে সকাল ১০টায় সাধারন শ্রমিক কাজ বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে।এসময় তারা
ছয় দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।সাধারন শ্রমিকরা তাদের মজুরী বৃদ্ধি,২০১০সাল থেকে ২০২২প্রযন্ত ডাম্পার ট্রাক থেকে সংগঠনের নামে উত্তোলন কৃত টাকার হিসাব, বন্ধের দিনে ট্রাক থেকে আদায় কৃত টাকার সঠিক হিসাব, এক্সেভেটর দিয়ে ট্রাক লোড বাবদ প্রতি ট্রাক থেকে ২০০ টাকা আদায় কৃত টাকার হিসাব,সাধারন শ্রমিকদের চিকিৎসা বাবদ টন প্রতি ০১টাকা আদায় করা হলেও সেই তহবিল থেকে কোন শ্রমিককে সহযোগীতা না করা,প্রতি ০৩ বছর অন্তর সংগঠনের সাধারন নির্বাচন হবার কথা থাকলেও দীর্ঘদিন যাবত তা হচ্ছেনা,এই ০৬টি দাবীতে আজ লোড আনলোড শ্রমিক ফেডারেশন বিক্ষোভ মিছিল করেন।বিক্ষোভের কারনে পাটগ্রাম ও বুড়িমারি সড়ক কার্যত অচল হয়ে পড়ে।বুড়িমারি ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি ও বুড়িমারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু আশ্বস্ত করলে আন্দোলন রত শ্রমিকরা আন্দোলন মুলতুবি করে।
বুড়িমারি লোড আনলোড শ্রমিক ফেডারেশন সভাপতি সফর উদ্দিন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কল্যান তহবিলের অর্থ দিয়ে করোনা কালীন ত্রান সহায়তা দেওয়া হয় শ্রমিকদের, এছাড়া সংগঠনের জন্য ১৩শতক জমি ক্রয় করা হয়েছে। শ্রমিকদের মজুরী বৃদ্ধির জন্য আমরা আলোচনা করে সমাধান করবো বলে শ্রমিকদের আশ্বস্ত করেছি।
বুড়িমারি স্থল বন্দরের পাথর ব্যাবসায়ী সাজ্জাদ হোসেন জানান,বর্তমানে ডলার মুল্যবৃদ্ধি ও ডলার সংকটে পাথর আমদানি কার্যত বন্ধ রয়েছে ফলে ব্যাবসায়ীরা লোকসান গুনছে,শ্রমিকরা যে আন্দোলন করছে এটি তাদের সংগঠনের নিজস্ব ব্যাপার,মজুরী বৃদ্ধি এই মুহূর্তে সম্ভব হবে না, তবে বন্দরের ব্যাবসা বানিজ্য স্বাভাবিক হলে শ্রমিকনেতাদের সাথে আলোচনা করে আমরা ঠিক করে নিবো।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.