
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর নতূন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচচ বিদ্যালয়ের প্রাঙ্গণে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশন ( রঃ) কতৃক আয়োজনে স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক মো: তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সিরাজগঞ্জ জেলার ১১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ ম ও ১০ম শ্রেণির ৬২০ জন শিক্ষার্থীর মাঝে (২ ফেব্রুয়ারী) বৃহসপ্রতিবার সকাল ১১ টায় সোহাগপুর নতূন পাড়া আলহাজ সিদ্দিক উচচ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি ও সম্মাননা স্মারক প্রদান করেছে মানব কল্যান মূখী প্রতিষ্ঠান খাজা মোজাম্মেল হক (র :) ফাউন্ডেশন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা মোজাম্মেল হক (র:) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো: সালমান,
শুভেচ্ছা বক্তব্য রাখেন আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মেহেদী মাসুদ।
বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম হোসেন,
বেলকুচি থানার সহকারী কমিশনার (ভূমি)
শিবা রানী সরকার।
সিরাজগন্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ ,
সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) মো: আদনান মুস্তাফিজ
মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন
তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আছিয়া খাতুন, জামতৈল ধোপাকান্দী উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী ফারজানা পারভীন জুথি। সংগীত শিল্পী এস. ডি রুবেল, ও চলচিত্র অভিনেতা দুই বাংলার জনপ্রিয় নায়ক ফেরদৌস।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক ( রঃ) ফাউন্ডেশন বৃত্তি প্রদান কার্যক্রমের পাশাপাশি মানব কল্যাণমূলক কার্যক্রম করে আসছে সারাদেশ জুড়ে। ঢাকার শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছেন এবং খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (র) এর নেছবতভুক্ত অসচ্ছল ভক্তবৃন্দের মাঝে ছাদকা - ই - জারিয়া হিসাবে এককালীন মূলধন প্রদান করে আসছে।
উৎসবমুখর এ অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.