
স্টাফ রিপোর্টার;
"বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে" এই প্রতিপাদ্য কে সামনে রেখে
আজ পহেলা ফেব্রুয়ারি ২০২৩ লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন পৌরসভা ৭নং ওয়ার্ডে আঃ গণি দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজীয়া ও ফোরকানিয়া মাদ্রাসার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের হাতে কম্বল তুলে দেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ।
এসময় পুলিশ সুপার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের কোরআন তেলাওয়াত ও গজল শুনে মুগ্ধ হন ও খুশি হয়ে তাদের সবার জন্য নগদ অর্থ প্রদান করেন এবং বলেন শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে।
এসময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআইও-১ জনাব একেএম আজিজুর রহমান মিয়া, অফিসার ইনচার্জ, লক্ষ্মীপুর মডেল থানা জনাব মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.