
বিনোদন ডেস্কঃ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে দেশের জনপ্রিয় অভিনেতা-নির্মাতা আব্দুল আজিজ। হঠাৎ ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। পরে দ্রুত তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) নেওয়া হলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) এই অভিনেতাকে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসকরা।
শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর'স গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
তিনি জানান, ডিরেক্টরস গিল্ডের সম্মানিত সদস্য, অভিনেতা ও নির্মাতা আব্দুল আজিজ শনিবার রাত ৮টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা জানান ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন তিনি। বর্তমানে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন আব্দুল আজিজ।
বর্তমানে আব্দুল আজিজের সর্বশেষ অভিনীত সিনেমা ‘রিকশা গার্ল’ মুক্তির অপেক্ষায় আছে। তিনি একাধারে মঞ্চ, রেডিও, টিভি ও সিনেমায় গেল কয়েক দশক ধরে অভিনয় করছেন। এখন পর্যন্ত রেডিওতে প্রায় ১৬০০ নাটকে, টিভিতে ৬ শতাধিক ও ১০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.