
স্টাফ রিপোর্টারঃ
ঢাকা অসহায় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে ঢাকা-১৪ আসনের প্রায় অর্ধশতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ।
শীতবস্ত্র বিতরণকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব লীগ। যুবলীগ একটি মানবিক সংগঠন। এই মানবিক সংগঠন সব সময় অসহায় মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই আজ মানবিকতার ধারা অব্যাহত রাখতে অসহায়, শীতার্ত দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণের এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এসময় আরোও উপস্থিত ছিলেন,জাতীয় অন্ধ সংস্থার সাবেক, চেয়ারম্যান মো: মিনহাজ উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর হারুনুর রসিদ,সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পাভেল আহম্মেদ ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.