
স্টাফ রিপোর্টারঃ
ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কোরআন অবমাননা ও শিক্ষা সিলেবাসে অসঙ্গতিপূর্ণ তথ্য সংযুক্ত করার প্রতিবাদে ইমাম পরিষদের আয়োজনে দাকোপে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারী) দুপুর ২টায় উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম পরিষদ উপজেলা শাখার সভাপতি মাওলানা অজিহুর রহমান। কোরআন তেলোয়াত করেন মুফতি ইকবাল হোসেন। ইসলামি সংগীত পরিবেশন করেন আলহাজ্ব আবু দাউদ শেখ। সমাবেশে বক্তৃতা করেন ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মোঃ ইয়াদুল ইসলাম, সভাপতি মাওলানা মোঃ জাকারিয়া, ইউনিয় সভাপতি হাফেজ মোঃ শওকত ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আলামিন হোসেন, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আবুল হাসান, মাওলানা সোহরাব হোসাইন, মুফতি আহসান হাব্বিব, হাফেজ মাওলানা তাবারক হোসেন, মুফতি মুস্তাফিজুর রহমান, হাফেজ রবিউল ইসলাম, মুফতি ইকবাল হোসেন, মাওলানা মোঃ আজিজুল হক, মাওলানা আব্দুল রাজ্জাক, মাওলানা আতিকুর রহমান, মাওলনা আব্দুস সাত্তার, হাফেজ মাসুম বিল্লাহ, মাওলানা শায়খুল ইসলাম বীন হাসান সহ বিভিন্ন ইউনিয়ন ও চালনা পৌরসভা থেকে আগত ইমাম পরিষদের কর্মীবৃন্দ। সভা পরিচালনা করেন হাফেজ আক্তারুজ্জামান। প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.