
বিনোদন ডেস্কঃ
রাজস্থানের জয়সালমেরের ঐতিহাসিক সূর্যগড় প্রাসাদে আগামী ৬ ফেব্রুয়ারি বসবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে আসর। ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতাও শুরু হয়ে গেছে।
যদিও এতদিন গুঞ্জন ছিল এই প্রেমিকযুগলের বিয়েকে ঘিরে। তবে এবার সেই ধোঁয়াশাই বাস্তবে রুপ নিতে যাচ্ছে। শিগগিরই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিড-কিয়ারা।
এদিকে বিয়ের আগেই কিয়ারাকে নিয়ে কিছু গোপন তথ্য ফাঁস করেছেন সিদ্ধার্থ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, কিয়ারার কিছু বিষয় একেবারেই ভালো লাগে না এই অভিনেতার। কিয়ারা অভিনীত ছবিগুলোতে তার একটি চরিত্র ভালো নয়।
প্রত্যেকটা ছবিতে শুধু ও কাঁদছে। এখন পর্যন্ত চোখের পানি ছাড়া ওর কোনো চরিত্রই দেখিনি আমি। যেটা খুবই বিরক্তিকর বলে মনে হয় আমার কাছে।
প্রসঙ্গত, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে পরিণতি পেতে চলেছে সিড-কিয়ারার ভালোবাসা। জয়সালমেরের ‘দ্য গেটওয়ে টু দ্য থর ডেজার্ট’-এ জমকালো আয়োজনেই সম্পন্ন হবে তাদের বিয়ের সব আনুষ্ঠানিকতা।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.