
বিনোদন ডেস্কঃ
বলিউডের জনপ্রিয় ছবি ‘চাক দে ইন্ডিয়া’। এতে কোমল চৌতালার চরিত্রে নজর কাড়েন অভিনেত্রী চিত্রাশী রাওয়াত। সম্প্রতি বিয়ে করেছেন হকি হাতে মাঠে দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রী। দীর্ঘ দিনের প্রেমিক ধ্রুবজ্যোতি ভগওয়ানানির সঙ্গেই গাঁটছড়া বাঁধলেন চিত্রাশী।
শনিবার (৪ ফেব্রুয়ারি) ছত্তিশগড়ে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই প্রেমিকযুগলের। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিয়ে ও প্রাক বৈবাহিক নানা অনুষ্ঠানের ছবি শেয়ার করেছেন চিত্রাশী।
জানা গেছে, অভিনেত্রীর স্বামী ধ্রুবজ্যোতি ছত্তিশগড়ের বিলাসপুরের ছেলে। পেশায় তিনিও একজন অভিনেতা। তাদের বিয়ের সব অনুষ্ঠানই হয়েছে চিত্রাশীর শ্বশুরবাড়িতে।
বিয়ের দিন বেইজ রঙের একটি লেহঙ্গা পড়েছিলেন তিনি। সেই সঙ্গে নাকে বড় নথ, মাথায় লাল ওড়নায় বউ সেজেছিলেন চিত্রাশি। তার মুখের হাসিতেই খুশির গভীরতা বোঝা যাচ্ছিল এই নতুন কনের। চাক দে ইন্ডিয়া ছবির সহঅভিনেত্রী বিদ্যা, তানিয়া ও শিল্পারাও উপস্থিত ছিলেন অভিনেত্রীর বিয়েতে।
‘চাক দে ইন্ডিয়া’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন চিত্রাশি। এরপরে ‘তেরে নাল প্যায়ার হো গ্যায়া’-র মতো কিছু ছবি ও হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন এই অভিনেত্রী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.