সম্পাদক

মোঃ মোবারক হোসেন, স্টাফ রিপোর্টার:

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে এবং কালের কন্ঠ শুভ সংঘের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় কালের কন্ঠ শুভ সংঘ মনোহরদী শাখার আয়োজনে এক হাজার অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারী) সকালে মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন গরুর বাজার মাঠে এসব কম্বল বিতরণের কার্যক্রম শুরু করা হয়। পরে উপজেলার বিভিন্ন এলাকায় এক হাজার অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, জেলা পরিষদ সদস্য জহিরুল হক জহির, জেলা পরিষদ সদস্য ইশরাত জাহান তামান্না, কালের কন্ঠ শুভ সংঘ মনোহরদী উপজেলা শাখার সভাপতি কাউন্সিলর মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ কামরুল ইসলাম ,সিনিয়র সহ সভাপতি মোঃ খাইরুল আমিন তারেক, কোষাধ্যক্ষ ফারুক আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেল,শুভ সংঘের সাবেক সভাপতি হারুন-অর রশিদ, সদস্য খাদেমুল ইসলাম, কালের কন্ঠ মনোহরদী উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন,শুভ সংঘের সদস্য দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি মোঃ মোবারক হোসেন প্রমূখ ।

এসময় কালের কন্ঠ শুভ সংঘের মনোহরদী উপজেলা শাখার সভাপতি কাউন্সিলর মাসুদ রানা বলেন, প্রতিবছর শীতে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছাড়াও দুস্থ, প্রতিবন্ধীসহ বিভিন্ন মানবিক কাজে সহায়তা করে আসছে বসুন্ধরা গ্রুপ। এসময় তিনি বিত্তবানদেরও সামর্থ্যবানদের শীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। এই শীতে অসহায় শীতার্তদের কম্বল দিতে পেরে আমরাও খুশি। সেই সাথে বসুন্দরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাদের ভালো কাজে সবসময় সহযোগীতার হাত বাড়িয়ে রেখেছেন। কম্বল নিতে আসা শীতার্ত শেফালী বলেন, কম্বলডা গায়ে দিয়া আরামে ঘুমাইতারাম। যারা কম্বল দিছে আল্লা তাগরে ভালো করুক। ভবিষ্যতেও ভালো কাজে সবসময় সবার পাশে থাকার আশা ব্যক্ত করেন শুভ সংঘের সদস্যরা।