
স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পর্যটন স্পট স্বপ্নপুরী রোডে গতকাল রবিবার সন্ধা আনুমানিক ৬ঘটিকার সময় ব্যাটারীচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়।
যানাযায় সন্ধা ৬ টার দিকে ইয়া মনি রাস্তা পার হয়ে সামনে দোকানে যাওয়ার জন্য দৌড় দিলে উত্তর দিক হতে দ্রুতগতিতে ছুটে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে রোডে আছড়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে, স্থানীয় লোকজন তাড়াতাড়ি শিশু ইয়ামনিকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় লোকজন দুর্ঘটনার অটোরিকশাটিকে আটক করে রাখেন কিন্তু অটোরিকশার চালক পালিয়ে যায়।
এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য লোকজন থানায় অভিযোগ করতে বললে মৃত ইয়ামনির বাবা মা কোনো অভিযোগ করেননি বা করবেননা বলে যানান। শেষ খবর পাওয়া পর্যন্ত অটোরিকশা টি মালিকের নিকট হস্তান্তর করেননি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.