
বিনোদন ডেস্কঃ
বলিউড নায়িকাদের মধ্যে অন্যতম জনিপ্রিয় সারা আলী খান। প্রথম সিনেমা দিয়েই সবার নজরে এসেছেন তিনি। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন সারা। সম্প্রতি তিনি নিয়মিত হয়েছেন জিমে। আর তাইতো জিমের পোশাকে প্রায়ই দেখা মেলে তার। কিন্তু সম্প্রতি একটি ভবনের সামনে আসতেই পাপারাজ্জিদের কেউ কেউ তার নাম ধরে ডাকেন।
কিন্তু কোনোরকম সাড়া না দিয়ে এক দৌড়ে ভবনের ভেতরে প্রবেশ করেন। ভেতরে গিয়েই ক্ষান্ত হননি বরং এ দৌড় চলতে থাকে সিঁড়ি পর্যন্ত। এর মাঝে একবারের জন্যও পেছন ফিরে তাকাননি সারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে জিমে যাচ্ছিলেন সারা আলী খান। এ সময় এই কাণ্ড। তবে কী কারণে সারা এমনটা করেছেন, তা জানা যায়নি। এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তিনি। সারা আলী খান কখনও মিডিয়ার সঙ্গে এমন আচরণ করেননি। বরং সবসময়ই হাসিমুখে কথা বলতে দেখা গেছ তাকে। কিন্তু সারার আকস্মিক এই ঘটনায় বিস্মিত সবাই!
প্রসঙ্গত, সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। গত বছরের ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় এটি। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ধানুশ।
এদিকে লক্ষ্মণ উতেকার পরিচালিত নাম ঠিক না হওয়া একটি সিনেমার শুটিং শেষ করেছেন সারা আলী খান। এতে তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। এ ছাড়াও এতে অভিনয় করেছেন— বিক্রান্ত, চিত্রাঙ্গদা প্রমুখ। তা ছাড়া বিক্রান্ত ম্যাসির সঙ্গে ‘গ্যাসলাইট’ সিনেমায় অভিনয় করেছেন সারা। এরই মধ্যে এ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.