
বিনোদন ডেস্কঃ
ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় প্রয়াত অভিনেতা এসএম আসলাম তালুকদার মান্নার স্মরণে ২০০৯ সালের ১৪ এপ্রিল গঠিত হয় ‘মান্না ফাউন্ডেশন’। সারাদেশে সংগঠনটির শতাধিক শাখা রয়েছে। চলতি বছর গঠন করা হলো ‘মান্না ফাউন্ডেশন’র চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ এনামুল হক মিঠু এবং সাধারণ সম্পাদক পদে রাকিব হোসাইন নির্বাচিত হয়েছেন।
গত রোববার (৫ ফেব্রুয়ারি) এক আলোচনা সভার মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন প্রয়াত মান্নার সহধর্মিণী শেলী মান্না।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে মোহাম্মদ জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক (হিরু), সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ রাসেল, অর্থ সম্পাদক মোহাম্মদ রাসেল হোসেন, দপ্তর সম্পাদক মুহাম্মদ আকবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবাইর বিন জিহাদী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব খান মানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ খোকনকে মনোনীত করা হয়।
সভায় নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ এনামুল হক মিঠু বলেন, ‘১৯৯৩ সাল থেকে প্রয়াত মহানায়ক মান্নাকে বুকে ধারণ করে এসেছি। তার সিনেমাগুলো আমাদের সাধারণ মানুষের কথা বলত। সেই জায়গা থেকেই আমি তার ভক্ত হয়ে যাই। তার চলে যাওয়ার পরও এখনও আমরা তাকে মনে রেখেছি। আমরা চিত্রনায়ক মান্নার সিনেমাগুলো যে বার্তা দিত, সেই বার্তাগুলো মান্না ফাউন্ডেশনের ব্যানারে তুলে ধরব। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখব।’অন্যদিকে সাধারণ সম্পাদক রাকিব হোসাইন বলেন, ‘স্বপ্নের নায়ক ছিলেন মান্না ভাই। তার স্বপ্নগুলো বাস্তবায়িত করতে শেলী ভাবি যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমি মান্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। সংগঠন কর্তৃক অর্পিত দায়িত্ব যেন যথাযথ পালন করতে পারি, সকলের সহযোগিতা কামনা করছি।’
প্রসঙ্গত, কীর্তিমান অভিনেতা মান্না ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার স্মৃতি রক্ষার জন্য মান্না ফাউন্ডেশন গঠিত হয়। ১৪ এপ্রিল এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.