ওমর ফারুক

স্টাফ রিপোর্টার:

মোঃ আবুল বাশার শেখ নামে এক বীরমুক্তিযোদ্ধা ২০২০ সাল হতে ভাতা থেকে বঞ্চিত রয়েছেন, ৩ ০/০১/২০২১ ইংরেজি তারিখ সকাল ১০ ঘটিকার সময়ে বাগেরহাট জেলা রামপাল উপজেলার উপজেলা বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভার কার্যবিবরণী তে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে।(খ) বেসরকারি গেজেট ভুক্ত যাচাই বাছাই যোগ্য বীর মুক্তিযোদ্ধার মধ্যে নিম্ন বর্ণিত ৬১ জন বীর মুক্তিযোদ্ধার তথ্য সঠিক রয়েছে মর্মে সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেন। পরবর্তী (গ) উল্লেখ করা রয়েছে যে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌ বাহিনী, বিজিবি, পুলিশবাহিনী, আনসার , গেজেট ভুক্ত যাচাইযোগ্য বীর মুক্তিযোদ্ধা গনের মধ্যে নিম্ন বর্ণিত ০৬ জন বীর মুক্তিযোদ্ধার তথ্য সঠিক রয়েছে মর্মে সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেন এবং উক্ত ০৬ জন বীর মুক্তিযোদ্ধাগণের প্রত্যেককে শুন্য দুই ফেব্রুয়ারি ১৯৭২ ইংরাজি তারিখে সেনাবাহিনীতে যোগদান করেছেন বিধায় তাদের প্রত্যেকের সেনাবাহিনীর গেজেট বাতিল পূর্বক উক্ত ০৬ জন বীর মুক্তিযুদ্ধার প্রত্যেককে বেসামরিক গেজেটভুক্ত করনের পক্ষে সবাই উপস্থিত সকলের একমত পোষণ করেন। কিন্তু সেনাবাহিনী গেজেট ভুক্ত ৬ ব্যক্তির নাম তালিকায় রয়েছে যাদের নাম।(১) মোঃ আব্দুস সাত্তার বিশ্বাস, পিতা: মৃত রোইজ উদ্দিন, (২) মরহুম আব্দুল হাকিম, পিতা: মৃত মোহাম্মদ আলী (৩) মোঃ আসাদুজ্জামান পিতা:-মৃত মোহাম্মদ ছবরউদ্দিন, (৪) মোঃ আবুল বাশার শেখ, পিতা মৃত মোহাম্মদ এজার উদ্দিন,(৫) মৃত মোল্লা শাজাহান আলী, পিতা: মৃত মোল্লা আলীজান, (৬)মোঃ আলী শেখ, পিতা: মৃত সাজাদ উদ্দিন শেখ, যাচাই-বাছাই (ঘ) তে উল্লেখ করেছেন বীর মুক্তিযোদ্ধা জনাব লিয়াকত আলি পিতা মৃত সৈয়দ আলী এবং বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ খালেক গাজী পিতা মৃত গাজী উভয়ই সেনাবাহিনী ও বেসামরিক গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা কিন্তু তারা উভয় ২ ফেব্রুয়ারি ১৯৭২ ইংরেজি তারিখ সেনাবাহিনীতে যোগদান করেছেন বিধায় উক্ত বীর মুক্তিযোদ্ধা অর্থাৎ নিম্নবর্ণেত বীর মুক্তিযোদ্ধা দের সেনাবাহিনীর গেজেট বাতিলপূর্বক তাদের প্রত্যেকের বেসামরিক গেজেট বহন রাখা যেতে পারে মর্মে সবাই উপস্থিত সবাই একমত পোষণ করেন। যাচাই-বাছাই (ঙ) তে উল্লেখ রয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল ঢাকার ওয়েব সাইটে প্রকাশিত যাচাইযোগ্য বীর মুক্তিযোদ্ধাগণের মধ্যে নিম্ন বর্ণিত (০১)জন বীর মুক্তিযোদ্ধার তথ্য সঠিক নয় মর্মে সভায় উপস্থিত সবাই একমত পোষণ করেন। এই যাচাই-বাচাই তালিকায় যে বির মুক্তিযোদ্ধার নাম ভুল বলে গণ্য হয়েছে তিনি হলেন, এস এম এ রশিদ, পিতা: মৃত এস এম এ লতিফ যার বেসামরিক গেজেট নং ছিল ৩২৯৬, এই যাচাই-বাছাই অনুযায়ী ৬১ জনের বেসামরিক গেজেট ভুক্ত তালিকা হয়েছে, এবং সেনাবাহিনী গেজেটভুক্ত ৬ জনের নাম এর তালিকা রয়েছেন। এই যাচাই-বাছাইয়ের সকল মুক্তিযোদ্ধাগণ ভাতা পেলেও শুধুমাত্র ভাতা পাচ্ছেন না মোঃ আবুল বাশার শেখ, পিতা: মৃত এজার উদ্দিন শেখ, মাতা: মৃত নুরজাহান বেগম, রামপাল বাগেরহাট। মোঃ আবুল বাশার শেখ বলেন কি কারণে আমার ভাতা বন্ধ হয়ে আছে তা আমাকে কেউ এখনো জানায় নাই আমি কি জানতেও পারি না। আমার সাথে যাচাই-বাছাই সকল মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে যাচ্ছেন শুধু আমি কেন পাচ্ছি না মোহাম্মদ আবুল বাশার আরো বলেন যে আমার ভাতা কেন বন্ধ হল কেন বা যাচাই-বাছাই হলো সেটাও আমি জানিনা ২০২০ সালে হঠাৎ করেই আমার ভাতা বন্ধ হয়ে যায় আমার সঙ্গে যাচাই-বাছাই কমিটির তালিকা অনুযায়ী সকলেই ভাতা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই আমার ভাতাটাই বন্ধ রয়েছে । বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার শেখ , বলেন আমি মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চায় কি কারনে আমার ভাতা বন্ধ হয়ে আছেন। সভায় উপস্থিত সম্মানিত সদস্যদের নাম ও পদবী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে ছিলেন, আবুল কালাম শামছুদ্দিন ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। সাধন কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি রামপাল বাগেরহাট।