
বিনোদন ডেস্কঃ
সদ্যই গাঁটছড়া বেঁধেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ের পর থেকেই অভিনন্দন আর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তারা। তারকাদের সঙ্গে নেটিজেনরাও শুভেচ্ছাও জানিয়েছেন এই নবদম্পতিকে।
এর মধ্যেই হঠাৎ বিয়েতে শুভেচ্ছা নয়, ক্ষমা চেয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক রামচরণের স্ত্রী উপাসনা কৌন্দিলা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্কে থাকার পর জয়সলমেরের সূর্যগড় প্যালেসে সাত পাকে বাঁধা পড়েন সিড-কিয়ারা। এ সময় বিয়ের আসরে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।
ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন তারকা আমন্ত্রিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। সেই তালিকায় রামচরণ এবং তার স্ত্রী উপাসনাও আমন্ত্রিত ছিলেন। সামনে সন্তানের মা হতে চলেছেন উপাসনা। তাই বিয়েতে যেতে পারেননি দক্ষিণের এই তারকাদম্পতি।
এজন্য সোশ্যাল মিডিয়ায় রামচরণপত্নী লিখেছেন, শুভেচ্ছা রইল তোমাদের জন্য, খুব সুন্দর লাগছে। তবে আমরা খুবই দুঃখিত বিয়েতে উপস্থিত না থাকতে পারার জন্য। তোমাদের জন্য অনেক ভালোবাসা।
আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে আয়োজন করা হবে সিদ্ধার্থ-কিয়ারার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।
খবর : হিন্দুস্তান টাইমস
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.