স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের মধুখালী উপজেলায় অটোচালক গলা কেটে হত্যা করে ব্যাটারি চালিত রিক্সা ভ্যানটি নিয়ে গেছে দুর্বিত্তরা।
এ ঘটনাটি ঘটেছে মধুখালী উপজেলায় রায়পুর ইউনিয়নের বকশীপুর এলাকায়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহত ভ্যান চালক নয়নের মরদেহ রায়পুর ইউনিয়নের বকশীপুর রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ।
নিহত ভ্যানচালক নয়ন শেখ (২৫) উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে। নয়ন অবিবাহিত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নয়ন শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে রিক্সা ভ্যান নিয়ে বের হন। এরপর সারারাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা এলাকার বকশীপুর রাস্তার পাশ তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মধুখালী থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ছেলেটি আমার পরিচিত। খুব মিশুক প্রকৃতির ছিল। বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বৃহস্পতিবার সকালে বকশীপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। পরে পুলিশকে জানানো হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ওই রিক্সা ভ্যান চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের জখম রয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যার পর রিক্সা ভ্যানটি নিয়ে যায়। এ ব্যাপারে
ওসি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.