ওমর ফারুক
স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের এক হাজার ৭০০ মিটার ও বেলা ২টায় নাওডাঙ্গা ইউনিয়নের বালার হাট বাজার সংলগ্ন এক হাজার মিটার দৈর্ঘ্যের পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। সড়ক দু’টির পাকা করণ কাজের উদ্বোধন কালে কুড়িগ্রাম -২ আসনের এমপি পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল, উপজেলা নির্বাহী প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেন আলী, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মইনুল হক, যুগ্ম আহ্বায়ক মইনুল হক খন্দকার, এমপি প্রতিনিধি হারুন অর রশিদ হারুন, শাহানুর রহমান শাহিন সদস্য সচিব জাতীয় সংহতি ফুলবাড়ী উপজেলা শাখা, আল মামুন বাশার আহবায়ক জাতীয় যুব সংহতি ফুলপরী বদলা শাখা, আহাম্মদ চৌধুরী লেবুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী প্রকৌশলী আসিফ ইকবাল রাজিব জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দুটি কাঁচা রাস্তা পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে জকুর টল পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের সড়ক পাকা করণ কাজের ব্যয় ১কোটি ২৯ লক্ষ টাকা। অপর সড়কটি হলো উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালার হাট বাজার সংলগ্ন কুরুষা ফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী ১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়ক। এটির পাকা করণ কাজের জন্য ব্যয় হবে ৮৭ লক্ষ টাকা। সড়ক দু’টির পাকা করণ কাজ দ্রুত শেষ হবে বলে জানান তিনি।

