
নিউজ ডেস্কঃ
ভূমিকম্প কবলিত তুরস্কে মানবিক সহায়তা ও উদ্ধার কাজ চালাতে দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশের উদ্ধারকারী দল। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া ও তুরস্কের পূর্বাঞ্চলে গাজিয়ান্তেপ প্রদেশে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি, স্থাপনা ধ্বংস ও সংশ্লিষ্ট এলাকাগুলোতে মানবিক বিপর্যয় ঘটেছে। এ অবস্থায় তুরস্ক সরকারের অনুরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ বিমান বাহিনীর ১৪ জন ক্রু-সহ সর্বমোট ৬১ জনের একটি দল প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও ঔষধসহ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানে করে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মোঃ আবু হেনা আল মামুন অর রশিদ মিশন কমান্ডারের দায়িত্ব পালন করবেন। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি এর সার্বিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হবে।
সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক, বিবিপি, বিএসপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে সহায়তাকারী দলকে বিদায় জানান। সহায়তা প্রদান শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি ১৬ ফ্রেব্রুয়ারি ২০২৩ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।
বাংলাদেশ সরকারের এই পদক্ষেপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে তুর্কি সরকার।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.