
স্টাফ রিপোর্টার:
চাঁদা দিতে অস্বীকৃতি জানাতেই ভোলার রাজাপুরে ৪ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে জাহাঙ্গীর গংরা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় রাজাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চর সুলতানী গ্রামে এ ঘটনা ঘটে। সরজমিনে গিয়ে জানা যায়, আবু কালাম ব্যাপারী দীর্ঘ ২৫ বছর ধরে তার শ্বশুরের জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছে। তার শশুর মেহেন্দিগঞ্জের বাসিন্দা হওয়ায় রামদাসপুরের জমিটি তার মেয়ের জামাইয়ের কাছে লগ্নি করেন। ওই লগ্নিকৃত জমিতে প্রতি বছরের ন্যায় এ বছরও চাষাবাদ করতে গেলে স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীর গংরা এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অশ্বিকৃতি জানাতেই জাহাঙ্গীর সরদার (৪৫) এর নেতৃত্বে মিরাজ (৪২), মোঃ মান্না ওরফে বেলাল (২৮), কয়ছয় আহমেদ কুট্টি সরদার (৫০) সহ একদল ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে চাষী আবুল কালাম ব্যাপারী ও তার জমিতে চাষ দিতে যাওয়া পাওয়ার টিলারের ড্রাইভার মনির মাতাব্বরকে এলোপাথাড়ি মেরে গুরুতর জখম করে। তাদের ডাক চিৎকার শুনে মনিরের মা খতেজা বেগম (৫৫) ও স্থানীয় বাসিন্দা সুজন ছুটে আসলে তাদেরকেও এলোপাথাড়ি মারধর করেন। তাদের হামলায় খতেজা বেগমের পরনের কাপড় চোপড় ছিড়ে শ্লীলতাহানি করে তাদেরকে মেরে গুরুতর আহত করে জমিতে ফেলে রেখে জাহাঙ্গীর গংরা মনিরের পাওয়ার টিলারটি নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাদের কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। মনির মাতাব্বর বর্তমানে ভোলা সদর হাসপাতালের ৪০নং বেডে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে সুজন ও খতেজা বেগমকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীরের কাছে মুঠো ফোনে জানতে চাইলে তিনি এই বিষয়ে কোনো বক্তব্য দিবেন না বলে এই প্রতিবেদককে সাফ জানিয়ে দেন।
এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, এই বিষয়ে আমাদের কাছে একটি লিখিত অভিযোগ আসছে, তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.