
নিউজ ডেস্কঃ
রাত ৮টার পরেও দোকান খোলা রাখার সুযোগসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠন দুটির নেতারা।
সংবাদ সম্মেলনে জানানো দাবিগুলো হলো—
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান টিপু, ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ কবির মজুমদার তনয়, আইন সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুব হাসান, কোষাধ্যক্ষ মো. আজিজুর রহমান প্রমুখ।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.