
স্টাফ রিপোর্টার:
লালমনিরহাট সদর উপজেলার মোগল হাট কুড়িল কালিবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ অবৈধ দখল মুক্ত করল জেলা প্রশাসন। বিদ্যালয়ের খেলার মাঠ দখল মুক্ত হওয়ায় শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার(০৮ জানুয়ারী) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কুড়ুল নিগামনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে অবৈধ ভাবে গড়ে উঠা বসত বাড়ি ও কলাবাগান উচ্ছেদ করেন জেলা প্রশাসন।উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান।গত ২৭ আগস্ট বিদ্যালয় মাঠের ১১ শতাংশ জমি নিজেদের দাবী করে ঘর ও কলাগাছ লাগান স্থানীয় মমিনুর রহমান।বিদ্যালয়ের মাঠে বসত বাড়ি ও কলাবাগান লাগানোর কারনে ছাত্র ছাত্রীদের খেলাধুলা সহ স্বাভাবিক বিকাশে বাঁধাগ্রস্ত সৃষ্টি হয়।স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ স্কুল পরিচালনা কমিটি বারবার চেষ্টা করেও দখলমুক্ত করতে ব্যার্থ হন ।
অবশেষে দীর্ঘ ০৫ মাস পর জেলা প্রশাসনের সহযোগীতায় বিদ্যালয়টি অবৈধ দখল মুক্ত করা হলো।বিদ্যালয়ের মাঠ অবৈধ দখল মুক্ত হওয়ায় ছাত্র ছাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।বিদ্যালয়টিতে অধ্যায়নরত ছাত্রের অভিভাবক শফিকুল ইসলাম জানান, স্কুলের ছাত্র/ছাত্রীরা বিদ্যালয়ের মাঠে খেলা ধুলা করত,মাঠটি দখল হবার কারনে তারা খেলাধুলা বঞ্চিত হয়,ফলে শিশুদের বিকাশ বাঁধা গ্রস্থ হয়, আমরা অনেক চেষ্টা করে সেটি দখল মুক্ত করতে পারিনি, লালমনিরহাট জেলা প্রশাসন কে ধন্যবাদ তারা বিদ্যালয়টি আজ দখল মুক্ত করলেন।
নির্ভর যোগ্য সুত্রে জানা যায়, স্থানীয় দাতা মৃত মনমোহিনী বর্মন ও মোক্তার আলী ১৯৮৭ সালে ৪৩ শতাংশ জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন,এরপর ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি করন করা হয়।জমির দাতা হিসেবে তাদের পরিবারের দুজন সদস্য বিদ্যালয়টিতে শিক্ষকতা করেন,এবং স্কুলটি পরিচালনা পর্ষদের সভাপতি পদে মৃত মোক্তার আলীর পরিবারের সদস্য দীর্ঘদিন ছিলেন,গত বছর পরিচালনা পর্ষদ থেকে মৃত মোক্তার আলীর পরিবার সরে যাবার পর, বিদ্যালয়ের জমির মালিকানা দাবী করে সেখানে রাতারাতি বাড়ী ও কলাবাগান গড় উঠে।খেলার মাঠের অবৈধ দখলদার মমিনুর রহমান মৃত মোক্তার আলীর ভাতিজা।
মমিনুর রহমান দাবী করেন আমার চাচা স্কুলে জমি দান করে সেটি দাদার সম্পত্তি, সেখানে আমার বাবার অংশ রয়েছে,দানকৃত জমিতে আমার বাবার কোন সাক্ষর নেই অতএব সেই জমির ১১শতাংশ আমি ওয়ারিশ সুত্রে মালিক,বিধায় আমার অংশে আমি ঘর ও কলার বাগান দিয়েছি।
খেলার মাঠের অবৈধ দখল উচ্ছেদ পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলশাদ জাহান জানান,জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, অবৈধ দখলদার মমিনুর রহমান জমির মালিকানার কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেন নি।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.