ওমর ফারুক
নিজস্ব প্রতিবেদক:
“ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন”
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৩খ্রি.) নরসিংদী পুলিশ লাইনস্ মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (২য় দিন) পরিচালিত হয়েছে।
শারীরিক সক্ষমতা যাচাইকরণ পরীক্ষায় নরসিংদী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম-সহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত রয়েছে।
প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষার ২য় দিনের কার্যক্রম পেশাদারিত্বের সাথে সঠিকভাবে সম্পন্ন করার জন্য পুলিশ সুপার, নরসিংদী নিয়োগ বোর্ডের সকল সদস্যসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত প্রত্যেককে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন। এছাড়া নিয়োগ ডিউটিতে নিয়োজিত কনস্টেবল হতে এসআই পদমর্যাদার প্রত্যেককে ডাবল জিএস মার্ক ও অর্থ পুরস্কারের ঘোষণা দেন পুলিশ সুপার, নরসিংদী।

