
নিউজ ডেস্কঃ
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন রংপুর মহানগরী পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলামকে পুলিশ অধিদপ্তর (টিআর পদে) ও রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে।
সম্পাদক- আবদুর রহমান
Web:https://bangladeshamar.com/ Email: doinikbangladeshamar@gmail.com
Address: F-8, KA-90,JHK WINDCEL, KURIL KAZI BARI,VATARA,DHAKA-1229.
Copyright © 2026 বাংলাদেশ আমার. All rights reserved.